ফতোয়া বিভাগ
আল-ইমান একাডেমির পক্ষ থেকে ফতোয়া জিজ্ঞেস করার কিছু আদব
০১. প্রিয় পাঠক! অল্প সময়ের মধ্যে আল-ইমান একাডেমি ও আমাদের কার্যক্রমের প্রতি আপনাদের যে আস্থা ও ভালোবাসার পরিচয় পেয়েছি, তার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আপনাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, আমরা সকল প্রশ্নের উত্তর যথাসময়ে দিতে সক্ষম হচ্ছি না। আশা করি, আপনারা বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
০২. বাস্তবতার প্রেক্ষাপটে আমাদের সামর্থ্য সীমিত। এমন অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়, যা অনেক প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয়তো নেই। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের সকল প্রশ্নের উত্তর প্রদান আপাতত আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তবে আমরা সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের সকলের দোয়া আমাদের একান্ত প্রয়োজন।
০৩. আমরা সময়ের চাহিদা ও প্রাসঙ্গিকতার ভিত্তিতে অগ্রাধিকার নির্ধারণ করে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষত তাওহীদ ও শিরক, ইসলামী রাষ্ট্রব্যবস্থা, জিহাদ ফি সাবিলিল্লাহ এবং খেলাফতের মতো গুরুত্বপূর্ণ বিষয়াবলীকে আমরা অগ্রাধিকার দেব। এ ধরনের বিষয় নিয়ে যারা অন্য কোনো উৎস থেকে সহজে উত্তর পাচ্ছেন না, তারা আমাদের কাছে প্রশ্ন পেশ করতে পারেন।
০৪. আমাদের ভাইদের প্রতি অনুরোধ, সহজলভ্য ও সাধারণ ফিকহ বিষয়ক প্রশ্নগুলো নিকটস্থ বা নির্ভরযোগ্য কোনো আলেম বা দারুল ইফতা থেকে জেনে নিন। এতে আমাদের কাজ সহজ হবে এবং আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে আরও কার্যকর ভূমিকা রাখতে পারব।
০৫. বিশেষত তালাক সংক্রান্ত প্রশ্নের ক্ষেত্রে, বিষয়ের জটিলতা ও বাস্তব ঘটনার তাহকীক ছাড়া নির্ভুল ফতোয়া দেওয়া সম্ভব নয়। তাছাড়া শব্দ বা পরিস্থিতির সামান্য পরিবর্তনেও তালাকের বিধানে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এ বিষয়টি অনলাইনে নিশ্চিত করা কঠিন। তাই তালাক সংক্রান্ত কোনো প্রশ্ন আমাদের কাছে না পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
০৬. আশা করি, আপনারা নিয়মিত আমাদের ওয়েবসাইটের ফাতওয়া বিভাগ অনুসরণ করবেন এবং পূর্ববর্তী ফতোয়াগুলো পড়বেন। প্রশ্নের উত্তর জানতে চাইলে, প্রশ্ন করার ১০ দিন পর থেকে ওয়েবসাইটে ফাতওয়া বিভাগ চেক করতে থাকুন।
০৭. কিছু প্রশ্ন এমন হয়, যেগুলোর উত্তর সকলের জন্য প্রকাশ করা সঙ্গত নয়। এ ধরনের উত্তরগুলো আমরা প্রশ্নকারীর ইমেইলে পাঠানোর চেষ্টা করি। সুতরাং আপনার প্রশ্ন যদি এমন হয়, তবে অবশ্যই ইমেইল আইডি প্রদান করবেন, যাতে উত্তরটি সঠিকভাবে আপনাকে পৌঁছে দেওয়া যায়।
০৮. যদি আপনি তিন মাসের মধ্যে উত্তর না পান, তাহলে ধরে নেবেন যে আপনার প্রশ্নটি অগ্রাধিকারের তালিকায় স্থান পায়নি। ভবিষ্যতে সময় ও সুযোগ হলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার জন্য এ কাজকে কবুল করুন এবং আমাদের প্রচেষ্টাকে বরকতময় করুন।
আল-ইমান একাডেমি
www.alimaanacademy.com

