আমাদের পরিচয়

আল ইমান একাডেমি দীন শেখার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম

আলহামদুলিল্লাহ ওয়াস সালামু আলা রসুলিল্লাহ। ওয়া আলা আলিহী ওয়া আসহাবিহী ওয়া মান ওয়ালাহ। ইসলামী জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া এবং মুসলিম সমাজে সঠিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে আমাদের উদ্যোগের সূচনা। আল্লাহ তায়ালার কিতাব ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে আমরা জাগতিক ও আধ্যাত্মিক জ্ঞানের সমন্বয় সাধনের চেষ্টা করছি। দুনিয়ার নিয়ম ও ব্যবস্থাপনা ঠিক রাখার জন্য যেমন জাগতিক শিক্ষার প্রয়োজন, তেমনি দ্বীনি শিক্ষার গুরুত্ব অপরিসীম। একজন মুসলিমের জীবন যেন আল্লাহর সন্তুষ্টির পথ ধরে পরিচালিত হয় এবং সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হয়—এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

অ্যাকাডেমি করার পেছনে আমাদের দুইটি বিশেষ উদ্দেশ্য আছে। আমাদের কোর্সে ভর্তি হোন

এমন এক প্রজন্ম গড়ে তোলা, যারা কোরআন ও সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করে নিজ জাতিকে সঠিক পথে পরিচালিত করতে পারবেন।

যারা মাত্রই আল্লাহর হিদায়াতের অনুগামী হয়েছেন বা হবেন বলে মনস্থির করছেন কিন্তু কোনো কারণে হয়ে উঠছে না।

ঈমান জাগ্রত করি, জীবন আলোকিত করি

প্রথমভাগের জন্য থাকবে দ্বীনের কমপ্লিট গাইডলাইন, আকিদা, ফরজে ইলম শিক্ষা।
দ্বিতীয়ভাগের জন্য রয়েছে বিষয়ভিত্তিক আলোচনা যা তাকে দ্বীনে ফিরতে প্রেরণা যোগাবে, ইনশা’আল্লাহ।

কোরআনের বাণী অনুযায়ী, প্রতিটি সম্প্রদায় থেকে একটি দল বের হওয়া উচিত, যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে এবং মানুষের মধ্যে আল্লাহভীতি জাগ্রত করবে।

আল কুরআনের নির্দেশনা:

وَمَا كَانَ الْمُؤْمِنُوْنَ لِيَنْفِرُوْا كَآفَّةً ؕ فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَآئِفَةٌ لِّيَتَفَقَّهُوْا فِي الدِّيْنِ وَلِيُنْذِرُوْا قَوْمَهُمْ اِذَا رَجَعُوْۤا اِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُوْنَ

অতঃপর তাদের প্রতিটি দল থেকে কিছু লোক কেন বের হয় না, যাতে তারা দীনের গভীর জ্ঞান আহরণ করতে পারে এবং আপন সম্প্রদায় যখন তাদের নিকট প্রত্যাবর্তন করবে, তখন তাদেরকে সতর্ক করতে পারে, যাতে তারা (গুনাহ থেকে) বেঁচে থাকে। – (বায়ান ফাউন্ডেশন)
(সূরা আত-তাওবা, আয়াত: ১২২)

আলিম কোর্স

দ্বীনি শিক্ষার পূর্ণাঙ্গ কোর্স যা কোরআন, হাদিস, ফিকহ ও ইসলামের মৌলিক জ্ঞানের উপর ভিত্তি করে তৈরি।

একাডেমিক আলোচনা

মুফতি জসিমুদ্দিন রহমানি হাফি.-সহ দেশ বরেণ্য আলিমগণের বিশ্লেষণমূলক আলোচনা, যা থেকে আপনি দ্বীন সচেতনতার পাশাপাশি হিকমাহর শিক্ষা অর্জন করবেন।

শর্ট কোর্স

ইসলামি জ্ঞানের বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত ও কার্যকরী কোর্স, যা আপনার জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে।

আল ইমান একাডেমি

আমাদের সম্মানিত উলামায়ে কেরাম

alimaanacademy

1 Course 0 Students

aliman

1 Course 0 Students

আমাদের লক্ষ্য—ইসলামি জ্ঞান সবার জন্য উন্মুক্ত ও সহজ করা। আসুন, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনে এগিয়ে যাই। আমাদের সাথে যুক্ত হন এবং আলোর পথে যাত্রা শুরু করুন।

আমাদের ডোনেট করুন